পৌর নির্বাচনে মুন্সীগঞ্জ জেলা বিএনপি সভাপতি আব্দুল হাই ও বিএনপি মনোনিত মেয়র প্রার্থী, বর্তমান মেয়র একেএম ইরাদত মানু সহ বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি নিন্দা জ্ঞাপন করেন।
মির্জা ফখরুল বলেন, পৌর নির্বাচন কে সামনে রেখে দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ণের ভয়াবহতা চালিয়ে যাচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এবং মেয়র প্রার্থী ইরাদত মানু সহ ১৩/১৪ জনের ওপর হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, কেবলমাত্র নিশ্চিত পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পেতে এবং পেশী শক্তি প্রদর্শন করে সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ সদর পৌর মেয়রের পদটি ছিনিয়ে নিতেই এ ধরনের হামলা করা হয়েছে। বারবার নির্বাচন কমিশনকে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলেও কমিশন বরাবরের মতোই নির্বিকার রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, মুন্সীগঞ্জ সদর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইরাদত মানুকে সাথে নিয়ে শহরের মসজিদ মার্কেটে জেলা বিএনপির সভাপতি আবদুল হাই এর নেতৃত্বে শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যদি সন্ত্রাসীদের এসব হামলা বন্ধ ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে দেশবাসীর বুঝতে কষ্ট হবে না, বর্তমান নির্বাচন কমিশন অতীতের মতোই সরকারের আকাঙ্খার প্রতিফলন ঘটাতে বদ্ধপরিকর।