মুন্সিগঞ্জ, ২২ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ৪ জন।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারশুর এলাকায় ঢাকা-বান্দুরা সড়কে ওই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি যাত্রী শেখ আব্দুর রহমান (৫৮) ও শাহীন হোসেন (২৬)। তাদের বাড়ি ঢাকা জেলার দোহারে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নবাবগঞ্জ থেকে ছেড়ে আসা নবকলি পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে খারশুর এলাকায় নবাগঞ্জগামী একটি নাম্বারবিহীন সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে সিএনজিতে থাকা দুইজন গুরুতরসহ ৬ জন আহত হন।
তাদের উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের কাছ থেকে অভিযোগ সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’