২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:১৪
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে ১২ দিন ধরে নিখোঁজ মাদ্রাসা ছাত্র
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে মাদ্রাসায় যাওয়ার পথে ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে এক শিশু। এ ঘটনায় সদর থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।

ডায়েরি ও পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ মো. নূর ইসলাম সাগর (১২) মুন্সিগঞ্জ পৌরসভার দেওভোগ এলাকার মাদ্রাসাতুল মদিনায় নাজেরা বিভাগে পড়াশোনা করে।

গত ২৪ ফেব্রুয়ারি দুপুর ১২ টার দিকে পৌরসভার দক্ষিণ কোটগাও এলাকার ভাড়া বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার কোন হদিস পাওয়া যায়নি।

সাগর সদর উপজেলার চর কেওয়ার ইউনিয়নের উত্তর চর মশুরা এলাকার মৃত আইনুল হকের ছেলে।

তাকে কোথাও কেউ দেখে থাকলে পরিবারের পক্ষ থেকে এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে- 01309230497

error: দুঃখিত!