২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৪০
মুন্সিগঞ্জে বাসা থেকে বেরিয়ে মিশুক চালক নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে বাসা থেকে বেড়িয়ে ২৪ ঘন্টার বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন এক মিশুক চালক। এ ঘটনায় টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি দায়ের হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ মিশুক চালক খলিল ছৈয়াল (৩৫) উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের আলদি এলাকার মৃত লখাই ছৈয়ালের পুত্র।

গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টার দিকে বাসা থেকে মিশুক নিয়ে বের হন তিনি। এরপর আর বাড়ি ফেরেননি। বাসা থেকে বের হওয়ার সময় তার পড়নে ছিলো কালো সোয়েটার ও ট্রাউজার।

কেউ নিখোঁজ ব্যক্তিকে কোথাও দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে- (স্ত্রী:) 01403134952

error: দুঃখিত!