৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ১০:৩২
মুন্সিগঞ্জে বাসা থেকে বের হয়ে মাদ্রাসা ছাত্র নিখোঁজ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মহাকালি ইউনিয়নের দক্ষিণ কেওয়ার এলাকায় বাসা থেকে বের হয়ে হাফেজ মো. নাঈম (১৪) নিখোঁজ রয়েছেন। সদর থানার কার্যক্রম বন্ধ থাকায় এ বিষয়ে ডায়েরি করা যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকালে দক্ষিণ কেওয়ার এলাকার হাজী কাওসার আহামেদ এর পুত্র মাদ্রাসা ছাত্র হাফেজ মো. নাঈম সাইকেল নিয়ে বাসা থেকে বের হন। আজ বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সে বাসায় ফেরেনি। চারিদিকে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

কেউ ছেলেটিকে কোথাও দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৭২০১৩৩০৪৬, ০১৬৪৪৩২৬১১৮।

error: দুঃখিত!