মুন্সিগঞ্জ, ৩ সেপ্টেম্বর, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৩ সন্তান ও স্ত্রীকে রেখে তাহের উদ্দীন নামের এক স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই ৩ সন্তানের জননী নিশি আক্তার (২৫)।
নিশি আক্তার উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আটিগাও গ্রামের নিজাম মেলকারের মেয়ে।
নিশির বাবা নিজাম মেলকার জানান, ৭ বছর পূর্বে ময়মনসিংহের আসগর আলির ছেলে তাহের উদ্দীন (৩৫) এর সাথে নিশির বিয়ে হয়। তাদের ঘরে ২ টি ছেলে সন্তান ও একটি ২ মাসের মেয়ে সন্তান রয়েছে।
ছেলে বেকার থাকায় বিয়ের পর থেকেই আমার বাড়িতেই রয়েছেন। মেয়ের মুখের দিকে তাকিয়ে কখনো কিছু বলি নাই। গত ৫ মাস পূর্বে আমার জামাতা নগদ ৭ লক্ষ টাকা ও নিশির ৩ ভরী স্বর্নলংকার নিয়ে পালিয়ে যায়।
এতদিন খোজাখুজি করে কোথাও তাকে পাচ্ছিনা। আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি।
টংগিবাড়ী থানার ওসি মো. হারুন উর রশিদ জানান, এই বিষয়ে এখনো পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।