১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১২:২৯
মুন্সিগঞ্জে প্লাষ্টিকের ব্যাগে মিললো ২ কেজি গাঁজা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কৌশলে প্লাষ্টিকের ব্যাগে পরিবহনের সময় দুই কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার দিনগত রাত ৯টার দিকে উপজেলার পাচগাঁও ইউনিয়নের ফকির বাড়ির ব্রিজের মাথায় মিলন চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তা থেকে মো. ছাইদুল ইসলাম (৪৮) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। ছাইদুল পাঁচগাঁও গ্রামের মৃত আব্দুল মজিদ এর ছেলে।

পুলিশ জানায়, নিয়মিত টহল করার সময় সন্দেহ হলে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে তল্লাশিকালে ডান হাতে থাকা একটি সিমেন্ট ব্যাগের ভিতরে রক্ষিত কসটেপ দিয়ে পেচানো নীল পলিথিনের ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টংগিবাড়ী থানার উপ পরিদর্শক জাহিদ হোসেন জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক মামলা রুজু হয়েছে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।