মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় কষ্ট সহ্য করতে না পেরে আরিফ হাওলাদার (২২) নামের প্রেমিক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আড়িয়ল গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে। নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলার একটি মেয়ের সাথে আরিফ হাওলাদারের প্রেমের সম্পর্ক ছিলো। মেয়েটির পরিবার শুক্রবার মেয়েটিকে অপর একটি ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। সেই কষ্টে আত্মহত্যা করে আরিফ।
এ বিষয়ে টংগিবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম সুমন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আত্মহত্যার সঠিক তথ্য জানা যাবে।