২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩৪
মুন্সিগঞ্জে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে ফের বিক্ষোভ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিনিধি, (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির প্রি-পেইড মিটার স্থাপন বন্ধ ও স্থাপনকৃত মিটার খুলে দিয়ে পুরাতন মিটার স্থাপনের দাবিতে ফের প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে জেলা সচেতন নাগরিক ঐক্য নামের একটি সংগঠন। 

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কাচারি এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের বরাবর একটি স্বারকলিপি প্রদান করা হয়। 

মুন্সিগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের আহ্বায়ক ফরহাদ হোসেন আবির, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মুন্সিগঞ্জ জেলার সভাপতি শ. ম. কামাল হোসেন, জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি হামিদা খাতুন প্রমূখ এ সময় উপিস্থিত ছিলেন।

error: দুঃখিত!