মুন্সিগঞ্জ, ৯ জুলাই, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে প্রবাসীর স্ত্রীর সাথে শারীরীক সম্পর্কের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার ভোরে শ্রীনগর উপজেলার পূর্ব বাঘড়া গ্রামের নিজ বাড়ী থেকে লোকমান হোসেন (৩২) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আমীর আলী চোকদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ওই এলাকার এক সৌদি প্রবাসীর স্ত্রী (২৫) এর সাথে লোকমান সখ্যতা গড়ে তুলে। পরে সুযোগ বুঝে প্রায় ৩ মাস পুর্বে লোকমান তাকে ধর্ষণ করে ও তা মোবাইল ফোনে ভিডিও ও স্থির চিত্র ধারন করে রাখে। পরে ওই ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লম্পট লোকমান ওই গৃহবধুকে আরো একাধিকবার ধর্ষণ করে। সম্প্রতি গৃহবধুর স্বামী বিদেশ থেকে আসলে ঘটনাটি জানাজানি হয়ে যায়।
গত মঙ্গলবার রাতে গৃহবধুর স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শ্রীনগর থানার এসআই আবুল কালামের নেতৃতে পুলিশ ধর্ষক লোকমানকে গ্রেফতার করে।
এসআই কালাম জানান, আসামী লোকমান বিবাহিত সে গত ৫মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, আসামী লোকমান গৃহবধুকে ধর্ষণ ও তা ভিডিও ধারন কারে ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়েছিল। তার বিরুদ্ধে ধর্ষণ ও পর্ণোগ্রাফি আইনে মামলা হয়েছে।