১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে ফ্ল্যাটে দেখা করতে গিয়ে ধরা বিবাহিত যুবক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে জাপান প্রবাসীর স্ত্রীর সাথে ফ্ল্যাটে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন জুনায়েদ হোসেন ওরফে তামিম (২৮) নামে বিবাহিত এক যুবক। পরে তাকে স্থানীয়রা খুঁটির সাথে বেঁধে রাখেন। এ ঘটনার পর ওই যুবকের স্ত্রী থানায় স্বামীর বিরুদ্ধে পরকীয়া ও শারিরীক নির্যাতনের লিখিত অভিযোগ করেছেন।

গেল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হরপাড়া এলাকায় বেঁধে রাখার ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই এলাকার একটি বহুতল ভবনের ৫ম তলায় প্রবাসীর স্ত্রীর ভাড়াটিয়া ফ্ল্যাট থেকে তাকে আটক করে স্থানীয়রা।

জুনায়েদ নারায়ণগঞ্জ সদরের কানাইনগর এলাকার কামাল হোসেনের ছেলে। তিনি স্ত্রী নিয়ে শ্রীনগরের হরপাড়া এলাকাতে বসবাস করতেন।

স্থানীয়রা অভিযোগ করে জানান, জাপান প্রবাসীর স্ত্রীর সাথে ভাইবোনের সম্পর্কের কথা বলে পরকীয়া সম্পর্ক করেন জুনায়েদ। প্রায়ই তিনি দেখা করতে ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন। বিষয়টি বিভিন্ন মারফতে জুনায়েদের স্ত্রী টের পেলে এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয় বেশ কয়েকবার। গত বৃহস্পতিবার স্বামী জুনায়েদ বাড়ি ফিরতে দেরি করায় তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ কৌশলে নিজের মোবাইলে লগিন করেন জুনায়েদের স্ত্রী। সেখানে তিনি দেখতে পান, ওই প্রবাসীর স্ত্রীর সাথে দেখা করতে গেছেন জুনায়েদ। এরপর রাত আড়াইটার দিকে স্বজন ও স্থানীয় লোকজন নিয়ে প্রবাসীর স্ত্রীর ফ্ল্যাটে যান জুনায়েদের স্ত্রী। সেখানে গিয়ে স্বামীকে প্রবাসীর স্ত্রীর সাথে দেখতে পান তিনি।

প্রথমে জুনায়েদ ওই নারীকে বোন হিসেবে পরিচয় দিলেও একপর্যায়ে বিভিন্ন প্রমাণ হাজির করলে দুজনেই পরকীয়ার বিষয়টি স্বীকার করেন। সকালে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত তামিমকে বাড়ির সামনের একটি খুঁটিতে বেঁধে রাখে। পরে জুনায়েদের বাবা-মা কাগজে লিখিত দিয়ে তাকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নিয়ে যান।

এ বিষয়ে বাড়ির মালিক আবু রায়হান বলেন, রাত আড়াইটার দিকে একই ফ্লাটে তাদের পাওয়া গেছে। ভাই-বোন বলতো জুনায়েদ, এজন্য আমরা কেউ সন্দেহ করতাম না। তবে প্রবাসীর স্বামী আর জুনায়েদের স্ত্রী দুজনই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। জুনায়েদ ও প্রবাসীর ওই স্ত্রী আসলে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। জুনায়েদের শ্বশুরসহ বাড়ির লোক তাদের হাতেনাতে ধরেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন মুন্সি জানান, পরকীয়া ও শারীরিক নির্যাতনের অভিযোগে আমাদের কাছে জুনায়েদের স্ত্রী আজ অভিযোগ করেছে। শুনেছি প্রবাসী এক নারীর সাথে ধরা পড়ার পর তাকে বেঁধে রাখা হয়েছিলো। অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!