মুন্সিগঞ্জ, ১৫ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
আগামী ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সরকারি হরগঙ্গা কলেজে ‘উম্মতের আওয়াজ’ অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করবে জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব শিল্পীগোষ্ঠী। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।
We are PM (People of Munshiganj) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংগঠনের পক্ষ থেকে জাহিদ নিরব এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই অনুষ্ঠানে কলরবের পরিচালক মুফতি সাঈদ আহমাদ, নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামানসহ অন্য শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।