১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:১৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে প্রবাসীর বাড়ি থেকে ৯৯৯-এ ফোন, খাদ্য সহায়তা নিয়ে হাজির ওসি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ মে, ২০২০, আপন সরদার (আমার বিক্রমপুর)

বাড়িতে পাকা সুন্দর ভবন। বিত্তশালী পরিবারটির প্রধান থাকেন সৌদি আরবে। সেখানে ২ মাস লকডাউনে থাকায় বাড়িতে টাকা পাঠাতে পরেনি পরিবারের প্রধান।

এদিকে সঞ্চিত টাকা শেষ হয়ে যাওয়ায় ২ শিশুসহ ৬ সদস্যের পরিবারটি পরেছে চরম বিপাকে।

বাধ্য হয়ে ওই পরিবারটি ৯৯৯-এ শুক্রবার পৌনে ২ টার দিকে ফোন দিলে সেখান থেকে ঘটনাটি জানিয়ে যোগাযোগ করতে বলা হয় মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানা ওসি শাহ মোঃ আওলাদ হোসেন এর সাথে। ওসি নিজেই যোগাযোগ করেন ঐ পরিবারের সাথে।

এ সময় ৯৯৯-এ ফোন দাতা জানায়, মুন্সিগঞ্জের উপজেলার আড়িয়ল ইউনিয়নের নাগেরপার গ্রামে তাদের বাড়ি। ভুক্তভোগী পরিবারটির প্রধান সৌদি আরব থাকেন। তার পরিবারে ২ বছর এবং ৯ মাসের দুইটি শিশু বাচ্চাসহ ৬ জনের পরিবারের সবাই অনাহারে আছেন। তারা সহায়তা চান।

এরপর টংগিবাড়ী থানার ওসি আওলাদ হোসেন শিশু খাদ্যসহ পরিবারের চাহিদা অনুযায়ী ১২ রকমের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী শুক্রবার বিকাল ৪টায় ওই প্রবাসীর বাসায় পৌছে দিয়ে আসেন।

এ ব্যাপারে ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, সৌদি আরব প্রবাসী বিগত ২ মাসের বেশি সময় লকডাউনে থাকায় বাড়িতে কোন টাকা পাঠাতে পারেনি। জমানো টাকা শেষ হয়ে তারা অসহায় হয়ে পড়ায় পরিবারের পক্ষ থেকে জরুরী সেবা ৯৯৯ ফোন দেয়। ফোন আমাকে ধরিয়ে দেওয়ার পর আমি খাদ্য সামগ্রী পৌছে দিয়ে আসছি। ওই পরিবারটি আমাকে জানায় তারা চিন্তাই করেনি যে ফোন দেওয়ার সাথে সাথেই এভাবে তাদের শিশুদের খাবারসহ সকল খাবার পাবেন।

পরিবারটি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের পরিবারের নাম প্রকাশ না করতে অনুরোধ জানান।

error: দুঃখিত!