২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ২:৫০
মুন্সিগঞ্জে প্রতিপক্ষের হামলায় ২ যুবক ছুরিকাহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় ২ যুবক ছুরিকাহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষরা ওই ২ যুবককে ছুরিকাঘাত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ছুরিকাহত অবস্থায় মালখানগর ইউনিয়নের ফেগুনাসার গ্রামের বাবুর মোল্লার ছেলে মো. রিয়াদ (২৫) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আজমির হোসেন রাজাকে (১৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালখানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন খান জানান, ছুরিকাহত ২ যুবকই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। রাতে মালখানগর চৌরাস্তায় গেলে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দের জেরে প্রতিপক্ষরা হামলা চালিয়ে তাদের ছুরিকাঘাত করে।

সিরাজদিখান-শ্রীনগর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, মাদক সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটতে পারে। তবে যুবকদ্বয় আহত থাকায় হামলার সঙ্গে জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তাদের পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের তদন্ত চলছে।

error: দুঃখিত!