১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১১:১৭
মুন্সিগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি, ২০২৩, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের তেলিরবিল এলাকায় পুকুর থেকে ডুবন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তেলিরবিল পূর্বপাড়া মসজিদ সংলগ্ন পুকুরের উত্তর পাশ থেকে ডুবন্ত অবস্থায় ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। নিহত অন্তর (২০) বাইন্নাবাড়ি এলাকার মো. সোহেলের ছেলে। তারা পঞ্চসারের আদারিয়াতলা এলাকায় নানীবাড়িতে থাকতেন। অন্তরের মা সৌদি আরব প্রবাসী।

অন্তরের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মারামারি ও মাদকের একাধিক মামলা ছিলো বলে জানিয়েছে পুলিশ। তবে অন্তর কিভাবে মারা গেল তা বলতে পারছে না পরিবারের সদস্যরা বা পুলিশ।

নিহতের বাবা মো. সোহেল জানান, সোমবার সকাল ১০ টা’র দিকে আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায় অন্তর। এরপর সে আর বাসায় ফিরেনি। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে ওর লাশ দেখে আমাকে খবর দেয়। পরে কয়েকজন মিলে তার লাশ পুকুর থেকে তুলে তীরে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, গতকাল রাত ৮টা’র দিকে পুকুরের পাশের একটি ক্ষেতে চিল্লাচিল্লির শব্দ শুনতে পান তারা। পরে তারা পুকুরে কচুরিপানা সরে গেছে এমন একটি জায়গা দেখতে পেয়ে অন্তরকে ডাকাডাকিও করেন। এরপরে তারা আর কিছু বলতে পারেন না।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

error: দুঃখিত!