২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ১২:২৪
মুন্সিগঞ্জে পুকুরে ভেসে উঠলো দিনমজুরের মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার সিংপাড়া বেলতলী হাই স্কুলের পাশে পুকুর থেকে মরদেহটি উদ্ধার হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, সকালে স্থানীয়রা ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে খবর দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

পরে নিহতের সাথে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় সনাক্ত হয়। নিহত ইজ্জত আলী (৪১) গাজীপুর সদরের আব্দুল খালেকের ছেলে ও পেশায় দিনমজুর।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে স্বজনদের কাছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী তদন্ত সাপেক্ষে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

error: দুঃখিত!