২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:০২
মুন্সিগঞ্জে পাঁচ ইসলামী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং মেলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৯ ফেব্রুয়ারি, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

পাঁচটি ইসলামী ব‌্যাংকের উদ‌্যোগে অনুষ্ঠিত হয়েছে ডিজিটাল ব্যাংকিং মেলা। সারা দেশে ২০টি স্থানে একযোগে এ মেলা হয়।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এই মেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

ইসলামী ব্যাংক ছাড়াও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাংক মেলায় অংশ নেয়।

এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা হয়। ইসলামী ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের ইভিপি ও হেড অফ জোন আবু সাঈদ মোঃ ইদ্রিসের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়া আরও বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ড. এম কামরুদ্দিন জসিম, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবুু ইউসূফ ফকির, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মাহমুদা সুলতানা প্রমুখ।

ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস্ ও সেবা সম্পর্কে মেলায় আগত গ্রাহক ও দর্শনার্থীদের বিস্তারিত তথ্য জানানো হয় এবং তাৎক্ষণিকভাবে ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন অ্যাপে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়।

পহেলা ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত মাসব্যাপী ক্যাম্পেইন ‘ফর ডিজিটাল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস’ এর অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।

মেলায় ব্যাংকের এডিসি প্রোডাক্ট প্রদর্শনী ও ব্যব্যহারের পাশে নতুন একাউন্ট খোলাসহ অন্যান্য ব্যাংকিং সুযোগ সুবিধা রয়েছে। এই মেলায় ইসলামী ব্যাংকের ঢাকা দক্ষিণ জোনের ২০টি শাখার কর্মকর্তা এবং গ্রাহকসহ সংশ্লিষ্টগণ এই মেলায় অংশ নেয়।

error: দুঃখিত!