২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১০:৪৪
মুন্সিগঞ্জে পরিত্যক্ত কোল্ডস্টোরেজে লোহা কাটতে গিয়ে অগ্নিকাণ্ড
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে পরিত্যক্ত কোল্ডস্টোরেজে লোহা কাটতে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতে সাড়ে ৯টার দিকে উপজেলার আব্দুল্লাপুর এলাকায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘চান কোল্ডস্টোরেজ’ এর ভেতর থেকে ধোয়ার কুণ্ডলী বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে টংগিবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ৪৫ মিনিটি পর আগুন নিয়ন্ত্রণে আসলেও আরও দুইটি ইউনিটের সহযোগিতায় স্থানীয়দের সমন্বয়ে আগুন পুরোপুরি নির্বাপণ হয় রাত আড়াইটায়।

টংগিবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আতিকুর রহমান বলেন, বন্ধ থাকা হিমাগারের ভেতর লোহা কাটার সময় স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, আগুনে আনুমানিক ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কোল্ডস্টোরেজের ভেতরে থাকা পুরাতন কাঠ, ফার্ণিচার ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের তৎপরতার কারনে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রক্ষা পেয়েছে।

এদিকে আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে ছুটে আসেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।

error: দুঃখিত!