ডেক্স রিপোর্টঃ চতুর্থ দফায় অনুষ্ঠিত হয়ে যাওয়া মুন্সিগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ইউপি নির্বাচনে ‘নৌকা’ মার্কার প্রার্থীদের পরাজয়ে স্নায়ুচাপে রয়েছে প্রশাসন।
বিশেষ করে মুন্সিগঞ্জের বৃহত্তম ইউনিয়ন পঞ্চসারে অাওয়ামীলীগের প্রার্থী’র বিরুদ্ধে কাজ করায় প্রশাসনের উপর ক্ষিপ্ত প্রধানমন্ত্রীর কার্যালয়। ভোটের দিন পুলিশ ও বিজিবি’র ভূমিকায় নেতিবাচক নালিশ পড়েছে জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদারের বিরুদ্ধে।
পরিচয় গোপন রাখার শর্তে প্রধানমন্ত্রী’র কার্যালয়ের একজন উর্দ্ধতন কর্মকর্তা ‘অামার বিক্রমপুর’ কে এ তথ্য দিয়েছেন।
তিনি জমা পড়া নালিশের সূত্র ধরে জানিয়েছেন, ভোটের দিন পঞ্চসারের বিনোদপুর কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী অাবদুল সাত্তার কে পুলিশ কতৃক বেধড়ক প্রহার, ভট্টাচার্য্যের-বাগ কেন্দ্রে দায়িত্বরত পুলিশ নৌকা মার্কার একজন এজেন্ট কে মেরে ফেলার হুমকি, নৌকার ব্যাচ পড়া লোকজনকে মারধর, ভোট দিতে বাধা প্রধান সহ অারও কয়েকটি কেন্দ্রে বাধা ও হুমকি-ধমকি প্রদান করেছে। বিপরীতে এখানকার অানারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী’র লোকদের প্রতি বাড়তি সুনজর ছিলো অাইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের।
এছাড়া অারও বলা হয়েছে, ভোটের দিন ভোটকেন্দ্রে র্যাবের ডিউটি’র কথা থাকলেও রহস্যজনকভাবে র্যাব কে নামানো হয়নি। কেন্দ্রে টহল দিয়েছে বিজিবি। র্যাব ছিলো রাস্তায়।
পঞ্চসার ছাড়াও রামপাল, বেতকা ও বজ্রযোগীনিতেও ছিলো প্রশাসনের সরকারবিরোধী দৃষ্টিভঙ্গি।
দলীয় প্রতীকের প্রথম ইউপি ভোটে মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ এই ইউনিয়নগুলো অাওয়ামীলীগের হাতছাড়া হয়ে যাওয়ায় মুন্সিগঞ্জ প্রশাসনের প্রতি ক্ষোভে ফুসছে অাওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা।