মুন্সিগঞ্জ ৮ নভেম্বর, ২০১৯, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় নেশার টাকা না পেয়ে জিলানী (২০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিলানী ওই গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, জিলানী নেশার টাকা না পেয়ে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তাকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার এসআই উত্তম বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গজারিয়া থানার ওসি হারুন-অর-রশিদ বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি সে মাদক পান করত। মাদকের টাকা না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছে।