মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে মহসিন (২৮) ও শাহালম (৪৫) নামে দুই জেলেকে আটকের পর জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। এসময় এক লাখ মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি মা ইলিশ উদ্ধার হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলে মহসিনকে ৩ মাসের কারাদণ্ড এবং শাহালমকে ৫হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনূর আক্তার।
তিনি জানান, জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। পরে উদ্ধারকৃত মাছ স্থানীয় দরিদ্র ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।