মুন্সিগঞ্জ, ২৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ পৌরসভার কাটাখালি রনছ হাওলাদারপাড়া এলাকার মিশুক চালক সজিব (২৭) এর সন্ধান পাওয়া গেছে। নিখোঁজের চার দিন পর এক আত্মীয়ের বাসায় তার খোঁজ পাওয়া গেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
মুন্সিগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ফিরোজ আলী মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোজেঁর স্ত্রী ইভা আক্তার জানান, আজ সোমবার দুপুর ১২ টা’র দিকে একটি মোবাইল নাম্বার থেকে আমার স্বামী ফোন দিয়ে আমাকে জানায় সে জীবিত ও সুস্থ অবস্থায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় তার মামার বাড়িতে আছে। তবে কে বা কারা তাকে অচেতন করে মিশুকটি নিয়ে গেছে।
তিনি বলেন, সে এখনো ঠিকমত কথা বলতে পারছে না। তাই এর চেয়ে বেশি কিছু জানা যায়নি। সে মামার বাড়িতে কিভাবে গেল তাও জানা যায়নি।
উল্লেখ্য, রনছ হাওলাদারপাড়া এলাকার কবির হাওলাদার এর ছেলে সজিব (২৭) গত শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৮টা’র দিকে ভাড়ায় চালিত মিশুক নিয়ে বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফিরেননি। আত্মীয়-স্বজন সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজিঁ করেও তাকে পাওয়া যায়নি। পরদিন শনিবার এ ঘটনায় নিখোজেঁর স্ত্রী ইভা আক্তার মুন্সিগঞ্জ সদর থানায় নিখোঁজ সাধারণ ডায়েরি করেন।