২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:৫২
মুন্সিগঞ্জে নারী ও শিশু অধিকার ফোরামের শীতবস্ত্র বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মুন্সিগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরাম সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় এই কর্মসূচি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের হাতে কম্বল তুলে দেন জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সোনিয়া হাবিব লাবনী।

নারী ও শিশু অধিকার ফোরামের সহ সভাপতি মোজাম্মেল হোসেন সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, সহ সভাপতি মাসুদুর রহমান, সহ সভাপতি বিউটি আক্তার, সাংগঠনিক সম্পাদক মো.হাসান ফাহাদ।

এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ওমার ভান্ডারি, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন, পঞ্চায়েত সদস্য আলম মুন্সী, আলমগীর হোসেন প্রমুখ।

error: দুঃখিত!