মুন্সিগঞ্জ, ১৪ এপ্রিল ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে জেলা বিএনপি আয়োজিত নববর্ষের শোভাযাত্রা শেষে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
পরে শোভাযাত্রাটি সুপারমার্কেট এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হলে সেখানে তর্কে জড়ায় ১৫-২০ জনের দুইটি গ্রুপ। একপর্যায়ে সংঘর্ষ হয় তাদের মধ্যে। এসময় মারধরে আহত হন পঞ্চসারের গোসাইবাগ এলাকার দুইজন। তারা হলেন, মো: শুভ (২৮) ও শীমন (২০)।
সংঘর্ষ হলেও ঘটনাটি তুচ্ছ বলে দাবি করেছেন শোভাযাত্রার নেতৃত্বে থাকা জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে এবং নেতাকর্মীদের কঠোর নির্দেশ দেয়া হয়েছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজিব দে বলেন, ‘সংঘর্ষের কোন ঘটনাই ঘটেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’