২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ২:২৭
মুন্সিগঞ্জে ধর্ষণের অভিযোগে তরুণের বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ১০ অক্টোবর, ২০১৯, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

শ্রীনগর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, বুধবার তাদের থানায় মো. ইমন শেখ (২২) নামে এক তরুণের বিরুদ্ধে এই মামলা করেন কিশোরীর বাবা।

ইমন উপজেলার বালাসুরের বউবাজার এলাকার সামাদ শেখের ছেলে। শ্রীনগর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র তিনি।

মামলায় কিশোরীর বাবা অভিযোগ করেছেন, মাস তিনেক আগে ইমন তার ১১ বছর বয়সী মেয়েকে কৌশলে একাধিকবার ধর্ষণ করেন। কিশোরী অসুস্থ হয়ে তার মাকে ঘটনা জানায়। চিকিৎসকের কাছে নিয়ে গেলে তার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ধরা পড়ে।

ওসি ইউনুচ বলেন, কিশোরীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। আসামি ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!