মুন্সিগঞ্জ, ১৯ সেপ্টেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুন্সিগঞ্জে দুই নেতাকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তারা হলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামীম মোল্লা এবং কামাড়খাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল বেপারী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।