১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৫০
মুন্সিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১২
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন টেঁটাবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ মার্চ) সকাল ৭টায় সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের চরপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্য সুত্রে জানা যায়, নবধারা হাউজিং প্রকল্পের চেয়ারম্যান শাহজাহান মিয়া ও বালুচর ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক মেম্বারের সমর্থকদের মধ্যে ইট কেনা-বেচা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জের কক্সমিক ব্রিকস নামে একটি ইটভাটার ইট কেনা-বেচা নিয়ে মুজিবুর রহমানের সঙ্গে একই গ্রামের রমজান আলীর কথা কাটাকাটির জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, ইট কেনাবেচা এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

error: দুঃখিত!