মুন্সিগঞ্জ, ৮ জুন, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইসলামী ব্যাংক মার্কেটিং কর্মকর্তার থেকে ১১ লক্ষ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জুন) সকাল আনুমানিক বেলা ১১ টার সময় উপজেলার ইমামগঞ্জ বাজার গ্রামীণ ব্যাংক নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
জানা যায়, ইসলামী ব্যাংক নিমতলা শাখা হতে মার্কেটিং অফিসার বাবু লস্কর (৪৩) ১১ লক্ষ ৫০ হাজার টাকা উত্তোলন করে নিমতলা হতে অটোরিকশাযোগে সিরাজদিখান এজেন্ট ব্যাংক শাখার উদ্দেশ্যে রওনা হলে উপজেলার গ্রামীণ ব্যাংক নামক স্থানে একটি মাইক্রোবাস এসে অটোরিকশার গতিরোধ করে।
অফিসার কে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে শ্রীনগর উপজেলার এক অজ্ঞাত স্থানে ফেলে রেখে ছিনতাইকারীরা চলে যায়। বাবু লস্কর উপজেলার কোলা ইউনিয়নের রক্ষিতপাড়া গ্রামের আনিছুর রহমান লস্করের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো: ফরিদউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপার এখনো কোন অভিযোগ হয়নি। ঘটনা তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।