প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে মুন্সিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল থেকে দরিদ্রদের মধ্যে ৭১টি রিকশা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক মাঠ প্রাঙ্গণে রিকশা বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ।
যাদের রিকশা দেয়া হয়েছে তারা প্রতিদিন রিকশা চালিয়ে যে টাকা আয় করবেন তা থেকে পৌরসভা কোষাগারে ২০ টাকা করে জমা দিবেন।
এদিকে, ডিসেম্বর থেকে পৌর এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পায়ে চালিত এসব রিকশা পৌর এলাকার জনগণের দুর্ভোগ কমাতে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।