মুন্সীগঞ্জের তরুণ খেলোয়ারদের ক্রিকেট প্রশিক্ষণ ও উৎসাহ দিলেন তামিম ইকবাল। বুধবার সকাল ১০ টার দিকে জেলা স্টেডিয়ামে ক্রাউন সিমেন্ট এর আয়োজনে ১১ জন ক্রিকেট খেলোয়ারদের দেয়া হয় এই প্রশিক্ষণ। এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল।
পরে স্টেডিয়ামে ১১ জন তরুণ ক্রিকেটারদের ব্যাট হাতে নিয়ে ব্যাটিং এর বিভিন্ন কৌশলী প্রশিক্ষণ দেন, জাতীয়দলের বিশ্বমানের এই ক্রিকেটার । এসময় জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ছাড়াও গ্যালারিতে বিপুল পরিমান দর্শক উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ১১ জন ক্রিকেটারের হাতে সনদ তুলে দেন তামিম ইকবাল ।
মাঠে আসার আগেই স্টেডিয়ামের গ্যালারীতে উৎসুক দর্শকে কানায় কানায় ভরে যায়। এসময় ক্রিকেটার তানিম ইকবালকে দেখার জন্য নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে মাঠের ভিতর ঢুকে যায় সাধারন মানুষ। পুলিশ বাহিনীকে নিরাপত্তা দিতে হিমশিম খেতে হয়।
এসময় বিভিন্ন বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা জানান, এক নজর দেখার জন্য ও সুযোগ পেলে অটোগ্রাফ সহ ছবি তুলতে এসেছে। তারা সবাই ক্রিকেটার তামিম ইকবালের ফ্যান ও ভবিষ্যতে তামিম ইকবালে মতো বিশ্বমানের ক্রিকেটার হতে চায়। ক্রাউন সিমেন্ট ও জিপিএইস গ্রুপের পরিচালক মো. আব্দুল আহাদ জানান, মুন্সীগঞ্জ ক্রিকেটারদের মান উন্নয়ন আমাদের প্রচেষ্টা আব্যহত থাকবে। ভাল প্রশিক্ষক এনে ভবিষ্যতে র্দীঘ মেয়াদের প্রশিক্ষনের ব্যবস্থা করা হবে।