১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | দুপুর ১২:১৫
মুন্সিগঞ্জে ডিজে পার্টির তরুণীকে গণধর্ষণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ডিজে পার্টির এক তরুণীকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণের অভিযোগ উঠেছে।

গত ৭ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটলেও এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি।

এমনকি মেয়েটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলেও জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বালাসুর নতুন বাজার এলাকার এক ব্যক্তি ডিজে পার্টির দুই নারী ও এক পুরুষ সদস্যকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকা থেকে ভাড়া করে আনে। এবং একই এলাকার আরেকজনের বাসায় তোলে।

তারা আরও জানান, রাতে পার্টি বাদ দিয়ে ডিজে পার্টির পুরুষ সদস্যকে আটকে রেখে অপর দুই নারী সদস্যকে ধর্ষণের চেষ্টা করা হয়। যদিও পুরুষ সদস্য দুই নারীর মধ্যে একজনকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে অনেক অনুনয় বিনয় করে ছাড়া পায়। পরে অন্য তরুণীকে তুলে নিয়ে কয়েকজন আড়িয়ল বিলের দুর্গম এলাকায় নিয়ে রাতভর তাকে ধর্ষণ করে। এরপর থেকে আর ওই মেয়ের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে এলাকাবাসী জানায়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেছেন, এ ধরনের একটি ঘটনার কথা তিনি শুনেছেন। তবে এ বিষয়ে কেউ মামলা করেনি।