মুন্সিগঞ্জ, ১৮ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
সরকারের কাছে পেশকৃত ডাক বিভাগে অবিভাগীয় (ইডি) কর্মচারীদের ভাতা ৩ গুন বৃদ্ধি সহ ১০দফা দাবী আদায়ের লক্ষ্যে মুন্সিগঞ্জে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে মুন্সিগঞ্জ প্রধান ডাকঘরের সামনে বাংলাদেশ পোস্টাল (ই,ডি) কর্মচারী ইউনিয়ন মুন্সিগঞ্জ শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনকারীরা বলেন, ডিজিটাল ডাকঘরের একজন পোস্ট মাষ্টারের ভাতা মাত্র ৪হাজার ৪৬০টাকা। যা দিয়ে একজন কর্মচারীরের কোন ভাবেই সংসারের ভরণপোষণ সম্ভব নয়। তাই সরকারের কাছে পেশকৃত দাবী অতিদ্রুত বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার রুহিল আমিন ও সাধারণ সম্পাদক তারেকশ্বর বাড়ৈ’র নেতৃত্বে অংশ নেন সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন বাবু সহ বিভিন্ন শাখা ডাকঘরের কর্মচারী বৃন্দ।