মুন্সিগঞ্জ, ১১ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ডাকাতির চেষ্টাকালে দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা।
তারা হলেন, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষি গ্রামের আক্তার হোসেনের ছেলে মো. জুয়েল রানা (৩৬) ও বাউশিয়া এলাকার একটি হোটেলে কর্মরত গাজীপুর এলাকার মো. শাহীন (৩৫)।
জানা যায়, শনিবার রাত ২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার শাসনগাছা থেকে ছেড়ে আশা একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার ফার্মগেটের উদ্দেশ্যে যাচ্ছিলো। গাড়িটি গজারিয়া অংশের বাউশিয়া এলাকার আকিজ ইস্পাত শিল্প কারখানা এলাকায় আসলে ডাকাতির কবলে পরে। এসময় ৮ থেকে ১০ জনের ডাকাত দলগাড়িতে থাকা যাত্রীদের কাছে থাকা ৭ টি মোবাইল সেট, নগদ টাকা ও স্বর্ণ অলংকার নিয়ে যায়। কিছুক্ষণ পর একই দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাহায্য চাইলে গাড়িতে থাকা শিক্ষার্থীদের সহযোগিতায় মতলব সিএনজি পাম্প এলাকা থেকে শাহীন নামে একজনকে আটক করা হয়।
অপরদিকে শনিবার রাতে ধাওয়া খেয়ে পালানোর সময় ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামে ডাকাতিকালে ব্যবহৃত একটি নাম্বারবিহীন পিকআপ ভ্যান আটক করে স্থানীয় ছাত্র-জনতা।
পরে আজ সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে আটককৃত জুয়েল রানাকে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ছাত্র সমাজের উপস্থিতিতে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। অপর ডাকাত সদস্য শাহীনকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়।
গজারিয়া থানা এলাকার দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ফোর্স কমান্ডার জিল্লুর রহমান জানান, ডাকাতের বিষয়টি আমরা অবগত হয়েছি। থানায় কার্যক্রম না থাকায় আটককৃত ডাকাতদের আমাদের হেফাজতে রাখার সুযোগ নেই।