মুন্সিগঞ্জ সদর উপজেলার মালিপাথর এলাকায় নয় মামলার আসামি, চিন্হিত মাদক ব্যবসায়ী ও যুবদল নেতা সাইফুল ইসলাম আরিফকে (৩৫) গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরে সুতার ট্রাকে ডাকাতি করার সময়ে এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত আরিফ মুন্সিগঞ্জ জেলার পঞ্চসারের মিরেশ্বর কালীখোলার জুলহাস বেপারীর ছেলে।
তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক, অস্ত্র, পুলিশের উপর হামলাসহ নয়টি মামলা রয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, ভোরে ৩-৪ জনের একটি সংঘবদ্ধ দল মালিপাথর এলাকায় দু’টি সুতার ট্রাকে ডাকাতি করতে যায়।
এসময় একটি ট্রাক নিয়ে পালিয়ে গেলেও আরেকটি ট্রাকে ডাকাতির চেষ্টা করে তারা। একপর্যায়ে স্থানীয় এলাকাবাসীরা ডাকাতদের গণপিটুনি দিলে বাকিরা পালিয়ে গেলেও আরিফকে ধরতে সক্ষম হয়।
আহত অবস্থায় আরিফকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসময় তার কাছ থেকে একটি দেশীয় শর্টগান উদ্ধার করে পুলিশ। পালিয়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে কাজ করছে পুলিশ।
এর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।