মুন্সিগঞ্জ ২৪ ডিসেম্বর, ২০১৯, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ভ্যাকু সহ ট্রাক পুকুরে উল্টে পরে মো. জুয়েল শেখ নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর মেদিনীমন্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে বিকেল পাঁচটা পর্যন্ত নিহতের লাশ উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।
নিহত জুয়েল শেখ (১৭) ফরিদপুর জেলার কোতোয়ালী থানার সোভারামপুর এলাকার শহিদ শেখের ছেলে। জুয়েল ওই ট্রাকের সহকারী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে মেদিনীমন্ডলের খান বাড়ি থেকে ট্রাকে করে ভ্যাকু নিয়ে একই ইউনিয়নের কালিখিল এলাকার দিকে যাচ্ছিল। উত্তর মেদিনীমন্ডল এলাকায় আসলে রাস্তার পাড় ভেঙ্গে পুকুরে পরে যায় ট্রাক ও ভ্যাকুটি। ট্রাকটি পুকুরে পরার সময় জুয়েল শেখসহ মোট চারজন ছিলেন। তিনজন পুকুর থেকে উঠতে পারলেও জুয়েল ট্রাক ও ভ্যাকুর মধ্যখানে চাপা পড়ে। পরে স্থানীয়রা লৌহজং থানা পুলিশ ও শ্রীনগর ফায়ার স্টেশনে খবর দেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন সোয়া পাঁচটার দিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আসি। সার্বিক অবস্থা দেখে ঢাকা থেকে ডুবরি এনে উদ্ধার কাজ শুরু করি। দুপুর ১টার দিকে ডুবরিরা জুয়েলের লাশটির সন্ধান পায়। ক্রেন ছাড়া লাশটি উদ্ধার করা সম্ভব হয়নি। এখনও লাশটি উদ্ধার করা হয়নি।