৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ১১:৫৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ঘরবাড়ি ভেঙে উচ্ছেদের অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৮ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের পঞ্চসারে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মারধর করে বাড়িঘর ভাঙচুর, লুট ও দুইটি পরিবারকে উচ্ছেদের অভিযোগে উঠেছে প্রতিপক্ষের ‍বিরুদ্ধে। এ বিষয়ে মুন্সিগঞ্জে সেনাবাহিনীর দায়িত্বে থাকা অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর পঞ্চসার ইউনিয়নের ফিরিঙ্গি বাজার মাদবরবাড়ি এলাকায় মনির হোসেন ও তার ছোট ভাই মোশাররফ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় আইনি সহযোগিতার জন্য ঘুরে বেড়াচ্ছেন ভুক্তভোগী মনির হোসেন ও তার পরিবারের সদস্যরা।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সন্ধ্যার দিকে ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা আয়েত আলী, তার ভাই আব্বাস আলী ও আয়েত আলীর ছেলে আলি দেওয়ানের নেতৃত্বে প্রায় শতাধিক লোক লাঠিসোঠা চাপাতি, দেশীয় অস্ত্র, রামদা নিয়ে মনির হোসেনের ৭০ বছরের পুরাতন ওই পাকা বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। এসময় তারা বিভিন্ন ভারি বস্তু দিয়ে বাড়িটি ভেঙে ‍গুড়িয়ে দেয়।

এসময় মনিরের স্ত্রী ও সন্তানদের মারধর থেকে রক্ষা করতে এগিয়ে গেলে মনিরের শ্যালক মিজানুর রহমানতে (৩৮) চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় কোপ দিয়ে গুরুতর আহত করে। এতে ওই ব্যক্তির মাথায় ২৭টি সেলাই লাগে।

ভুক্তভোগী মনির হোসেনের দাবি, আয়েত আলী দেওয়ানের সাথে আমার পার্শ্ববর্তী একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। তবে যে বাড়িটি ভেঙে গুড়িয়ে দিয়ে পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে সেটি নিয়ে কারও সাথে আমার কোন দ্বন্দ নেই। তিনি বলেন, ‘মারধরের পর এক কাপড়ে আমরা চলে আসতে বাধ্য হয়েছি।’

এসব বিষয়ে অভিযুক্ত আয়েত আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!