৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | বিকাল ৫:৫৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে জমি বেদখলের অভিযোগে হিন্দু ধর্মাবলম্বীদের মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে স্থানীয় ভূমিদস্যুদের বিরুদ্ধে ঐতিহ্যবাহী গাঙ্গুলী বাড়িতে অবস্থিত নারায়ণ ও শিব মন্দিরের জমি বেদখলের অভিযোগ তুলে পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন।

শুক্রবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব পরিষদ, হিন্দু কল্যাণ সংস্থা, মহাজোটসহ হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে সংগঠনের নেতাকর্মীসহ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।

মানববন্ধনকারীরা অভিযোগ করে বলেন, টংগিবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী এলাকার ঐতিহ্যবাহী গাঙ্গুলী বাড়ির মন্দিরে বেশ কয়েকবছর ধরে পূজা-অর্চনা উদযাপন করে আসছিলো স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। বর্তমানে সেটি সরকারি সম্পত্তি হিসাবে রয়েছে। কিন্তু স্থানীয় মিলন সিকদার, দলিল লেখক হেদায়েতুল ইসলাম, আজাদ বেপারি গং ওই জমি বেদখল ও মন্দিরের মালামাল লুট করে নিয়ে যাওয়ায় স্থানীয় হিন্দুরা ভয় ও আতঙ্কে রয়েছে। বন্ধ রয়েছে ধর্মীয় উপাসনা।

মানববন্ধনে বক্তারা এসব বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, প্রশাসনসহ সকলের সহযোগিতা কামন করে দ্রুত বেদখলের হাত থেকে ওই জমি রক্ষা ও দস্যুতার বিচারের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন, জেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক স্বপন কুমার মোদক, সদস্য সচিব বাসু দেব নাগ, সাবেক সভাপতি সমর কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল হালদার, পৌর কমিটির সভাপতি ভবতোষ চৌধুরী নূপুর, সাধারণ সম্পাদক সুমন লাল প্রমুখ।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!