১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১১:১৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছেলের বটির কোপে বাবা খুন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছেলের বটির কোপে বাবা খুন হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দূর্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহেদ আলী (৬০) ঢাকায় ভাংগারীর ব্যবসা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ছেলে জাহিদ হাসান (২৭) কে আটক করেছে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক জাহিদ হাসান তার বাবা শাহেদ আলীকে বটি দিয়ে গলায় কোঁপ দিয়ে হত্যা করে। জাহিদ হাসান বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল। শাহেদ আলী প্রতিদিনের ন্যায় ফজরের নামাজ পরে ঢাকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রান্নাঘরে স্ত্রীর কাছে ছেলেকে ঔষধ খাওয়ানের কথা বলে উঠানে আসতেই ছেলে জাহিদ হাসান তাকে বটি দিয়ে গলায় কোপ দেয়। এ সময় শাহেদ আলীর রক্তে উঠান ভেসে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। শাহেদ আলীর ২ মেয়ে ও ১ ছেলের মধ্যে জাহিদ হাসান বড়।

error: দুঃখিত!