কলেজছাত্রীকে উত্যক্ত, অপহরণ ও তার ভাইকে মারধরের অভিযোগে সংগঠন থেকে বহিস্কৃত ছাত্রলীগের সাবেক এক নেতা কে গতকাল পুলিশ অাটক করেছে।
সদর উপজেলার বিনোদপুর থেকে গতকাল দুপুরে তাকে অাটক করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ। এর অাগে দীর্ঘদীন সে ‘পলাতক’ অবস্থায় ছিলো।
অাটক ছাত্রলীগ নেতার নাম ইকরাম হোসেন তূর্য (২৬)। বহিস্কৃত হওয়ার অাগে তূর্য সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার সাথে জড়িত তূর্য ও তার অারেক বন্ধু সাবেক ছাত্রলীগ নেতা অাশিক কে গত ১৭ ফেব্রুয়ারি সংগঠন থেকে বহিস্কার করে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
তারা উভয়ই বিবদমান অাওয়ামীলীগে জেলা অাওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন অাহম্মেদ এর অনুসারী এবং কেলেঙ্কারি তে জড়ানোর অাগে তূর্য পঞ্চসার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী পদে নিজেকে ঘোষনা দিয়েছিলেন।