১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৪৮
মুন্সিগঞ্জে চোরাই অটো ক্রয় বিক্রয়ের সময় আটক ৬
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে চোরাই অটো গাড়ি ক্রয় বিক্রয়ের সময় ৬জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার দিবাগত রাত ৪টা’র দিকে মুন্সিগঞ্জ সদরের জোড়পুকুর পাড় (পেট্টোলপাম্প) এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাহজাহান গাজী (৬০), সিরাজ মিয়া (৫৫), শফিকুল ইসলাম ওরফে শফিক হাওলাদার (৪৩), আনোয়ার হোসেন (৩০), গোলজার হোসেন ওরফে সুমন (৪০) ও আবু সালাম (৪৩)।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল কালাম আজাদ জানান, কয়েকজন ব্যক্তি চোরাই অটো গাড়ি ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন তথ্য পেয়ে ডিবি অভিযান চালালে চোরাই অটো গাড়িসহ ৬জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় ডিবি।

error: দুঃখিত!