৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | দুপুর ১২:৩১
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গোডাউনে আগুন, ক্ষতিগ্রস্ত দুইশো মণ পাট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ আগস্ট ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের কাটাখালি এলাকায় জেলা খাদ্য ভবনের পাশে ব্যবসায়ী নুর হোসেনের পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা প্রায় দুইশো মণ পাট ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে আগুন লেগেছে প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

শনিবার দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ব্যবসায়ী নুর হোসেন জানান, ৪ বছর ধরে এখানে টিনের গোডাউনে পাট মজুত করে ব্যবসা করে আসছি। আজ সকালেও এসে দেখাশুনা করে গেছি। দুপুরে হঠাৎ খবর পাই গোডাউনে আগুন জ্বলছে। এসে দেখি প্রায় দুইশো মণ পাট আগুনে জ্বলছে। এতে আমার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আ. রাকিব জানান, খবর পেয়ে দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে জানা যায়নি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!