মুন্সিগঞ্জ, ২৯ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকিয়া করতে গিয়ে এক সন্তানের জননী প্রেমিকার সঙ্গে আবদ্ধ ঘরে আটক হয়েছেন মামুন (৩৫) নামের এক পুলিশ কনস্টেবল।
শনিবার দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের সুখের ঠিকানা এলাকা থেকে তাকে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে।
শ্রীনগর উপজেলার হাসাড়া হাইওয়ে থানায় কর্মরত কনস্টেবল মামুন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
স্থানীয়রা জানান, বিয়ের কথা বলে ওই এলাকার এক সন্তানের জননী এক নারীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন হাসাড়া হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল মামুন। মাঝে মধ্যে তিনি ওই প্রেমিকার বাড়িতে আসেন এবং দীর্ঘসময় পার করেন। পুলিশ সদস্য হওয়ায় ভয়ে তাকে কেউ কিছু বলতেন না।
গত শনিবার দুপুরে তিনি ওই গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে অপ্রীতিকর অবস্থায় আটক করে বিল্ডিংয়ের লোকজন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন হাইওয়ে থানার ওসিকে কল করেন। ওসি ঘটনাস্থলে এসে উদ্ধার করেন পুলিশ কনস্টেবল মামুনকে।
হাসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ বলেন, মামুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে আজই থানা থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।