৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৪:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গুদাম থেকে ৩১ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ জুন, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার হাতিমারা থেকে ৩১ কোটি টাকা মূল্যের ১ কোটি ৫০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে নৌ পুলিশ।

রবিবার (৭ জুন) দুপুরে একটি গুদামে অভিযান চালিয়ে বস্তা বন্দি অবস্থায় জালগুলো উদ্ধার করা হয়। 

পুলিশের দাবি, গোপনে বাজারজাত করার জন্য ৩১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের এই জাল মজুদ করা হয়েছিল। তবে জালের মালিক পাওয়া য়ায়নি।

মুন্সিগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির হোসেন জানান, মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর ও আশপাশের এলাকায় জাল তৈরীর কারখানাগুলো গোপনে অবৈধ কারন্ট জাল তৈরী করে বাজারজাত করার জন্য রাস্তার পাশে গুদামে মজুদ রাখে। সেখান থেকে তারা রাতে পরিবহণ করে।

লকডাউন খুলে যাওয়ায় সুযোগ বুঝে এগুলো ক্রেতার কাছে পৌছানোর চেষ্টা করছিল। জালগুলো জব্দ করে ফাঁড়িতে নেয়া হচ্ছে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে দেয়া হবে। এছাড়া জালের মালিককে খুঁজে বের করার চেষ্টা চলছে।

error: দুঃখিত!