মুন্সিগঞ্জ, ২২ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে গাঁজা খাওয়ার সময় হাতেনাতে ৪ জনকে আটকের পর তাদেরকে কারাদন্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বিভিন্ন স্থানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিবের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. আব্দুল মতিন (৬২), মো. জয়নাল ভূইঁয়া (৫৫), মো. দিপু বেপারী (২৮) ও মো. মন্টু (৪০) কে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
আটককৃতদের মধ্যে মো. আব্দুল মতিন কে ৩ দিন, মো. জয়নাল ভূইঁয়া কে ১০ দিন, দিপু বেপারী কে ৩ দিন এবং মো. মন্টু কে ৩ দিন করে কারাদন্ড প্রদান করা হয়।
এসময় প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ সাজা প্রদান করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট ও সহকারী কমিশনার মো. ইলিয়াস সিকদার।
এসময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব।