১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | বিকাল ৩:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কোরবানির গরু দেখতে গিয়ে হা.ম.লায় আ.হত দুই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে কোরবানির গরু দেখতে গিয়ে হামলার শিকার হয়ে দুইজন আহত হয়েছেন। পরে ভাঙচুর করা হয়েছে কয়েকটি বাড়িঘর।

বুধবার বিকেলে চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চরকেওয়ার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আহমেদ গ্রুপের সাথে আধিপত্য নিয়ে প্রতিপক্ষ মামুন গ্রুপের দ্বন্দ চলছিলো।

বুধবার বেলা ৪টার দিকে চরকেওয়ার ইউনিয়নের আহমেদ গ্রুপের সাইফুল (২৫) ও মুন্না খা (২৬) পার্শ্ববর্তী মোল্লাকান্দি ইউনিয়নে গরু দেখতে গেলে মামুন গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এসময় মারধর করে আহত করা হয় ওই দুইজনকে। পরে আহতদের পক্ষের লোকজন বিক্ষুব্ধ হয়ে মামুন হাওলাদার পক্ষের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক ফোর্স প্রেরণ করা হয়। এলাকায় ডিবি পুলিশ কাজ করছে। বর্তমান পরিস্থিত ভালো রয়েছে। এবিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

error: দুঃখিত!