মুন্সিগঞ্জ, ২৬ মার্চ, ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকার কলেজছাত্র তরিকুল ইসলাম (২২) হত্যা মামলার ২ নং আসামি ইকবাল চৌকিদারকে (২৪) গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গতকাল সোমবার ঢাকার বাড্ডার একটি ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ওই আসামিকে মুন্সিগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের দিন সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সরকারি হরগঙ্গা কলেজের ছাত্র তরিকুল ইসলামকে (২২) ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরদিন ৮ জানুয়ারী এ ঘটনায় সদর থানায় মাহিম (২০) কে প্রধান আসামী করে আরও ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত তরিকুল ইসলামের ভাই মো. বাইজিদ বেপারী।
মামলার আসামীরা হলেন, ইকবাল চৌকিদার (২৪), আলাউদ্দিন বেপারী (৫২), সোহেল (৩২), মনতাজ (৩৮), এনায়েতুল্লাহ্ বেপারী (৫৫), ময়না বেগম (৪৯) এবং নাছু বেপারী (৫০)।