মুন্সিগঞ্জ, ২৬ জুলাই, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় গত ৩ দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ৩ দিনে করোনা শনাক্ত হয়েছে ২৭১ জনের। এর মধ্যে ২৬ জুলাই ২০১ জন, ২৫ জুলাই ৩০ জুন ও ২৪ জুলাই ৪০ জন আক্রান্ত হয়েছেন।
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মিরকাদিম পৌরসভার পালপাড়া অধিবাসী ব্যাংকার উজ্জল মজুমদার। মিরকাদিম পৌরসভাস্থ নগর কসবা শ্রী শ্রী রাধা মোহন জিউর মন্দির কমিটির উপদেষ্টা ও বিনোদপুর রাম কুমার উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক অজিত কুমার দত্ত। তিনি ঢাকার একটি বেসরকারী হাসপাতালে গতকাল সোমবার (২৫ জুলাই) সকালে মারা যান। মুন্সিগঞ্জ করোনা ইউনিটে গতকাল ভোরে মারা যান সদর উপজেলার দক্ষিণ কেওয়ারের বৃদ্ধ ছোবহান শেখ।
গত ৩ দিনের করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৫৫ জন, সুস্থ রোগীর সংখ্যা ৭ হাজার ৫ জন, মৃতের সংখ্যা ৭৮ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৬২ হাজার ৩৮১ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩৫ হাজার ৩৭৮ জন।