মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২০, লৌহজং প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে খিদিরপাড়া গ্রামে ৭ ঘন্টার ব্যবধানে দুই তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
দুইজনের একজন বিষপানে ও অন্যজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবী স্বজনদের।
তারা হলেন, খিদিরপাড়া গ্রামের কালু শেখের ১৮ বছর বয়সের মেয়ে নুপুর বিষপান করে।
এদিকে ঠিক একই গ্রামের মজনু ঘোড়াপির ২২ বছরের মেয়ে সুমী ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে দুই তরুনীকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় খিদিরপাড়া গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
স্বজনরা জানান, সোমবার দুপুর ১২ টার সময় নুপুর বিষ পানে আত্মহত্যা করে। একই গ্রামের মেয়ে সুমী সন্ধ্যা ৭টার সময় ঘরের আড়ের সাথে গলাশ ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল জানান, এ ঘটনায় লৌহজং থানায় দুইটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিবারের আপত্তি না থাকায় সুমীর লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। আর নুপুরের লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।