আইএফআইসি ব্যাংকের আয়োজনে ‘মুন্সিগঞ্জ জেলার ক্লাস্টার অর্থায়ন ২০২৫’ শীর্ষক কর্মশালা
মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘সমন্বিত উন্নয়ন ও অর্থায়ন’- প্রতিপাদ্যে “মুন্সিগঞ্জ জেলার ক্লাস্টার অর্থায়ন ২০২৫” শীর্ষক কর্মশালার আয়োজন করে শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি।
গত মঙ্গলবার ( ২০ মে) মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের দশকানি এলাকার একটি কনভেনশন সেন্টারে ৩২টি সরকারি ও বেসরকারি ব্যাংকের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ, বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এর যুগ্ম পরিচালক জনাব জান্নাতুল ফেরৗেস তানিয়া ও সহকারি পরিচালক জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী।
মোা. রফিকুল ইসলাম বলেন ‘ক্লাস্টার ফাইন্যান্স দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের জন্য একটি বড় পরিবর্তনের বার্তা বহন করে।’
ছাড়াও অন্যান্য অতিথিরা ক্লাস্টারভিত্তিক অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, ক্লাস্টার অর্থায়নের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারা আরও সহজে ব্যাংকিং সুবিধা পাবেন, যা অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় ৩২টি ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বাংলাশে ব্যাংকের নির্শেনায় লীড ব্যাংক হিসেবে আইএফআইসি এই কর্মশালার আয়োজন করে।


