মুন্সিগঞ্জ, ১৭ জুলাই, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মিথিলা আক্তার (২৬) নামের ১ নারী মাদক কারবারি কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা ৬ টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ফরাজি বাড়ী এলাকায় তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মিথিলা সদরের ফরাজী বাড়ি গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। তার স্বামী আলামিন হোসেনও মাদক ব্যবসার সাথে জড়িত।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবি অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শহরের ফরাজী বাড়ির গ্রামে তার নিজ বাড়ি থেকে ৬ শত পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামী মিথিলার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।